Dental Unit – BMU তথা পিজি হাসপাতালে দাতের চিকিৎসা কিভাবে নিবেন?

Dental unit - bmu hospital - bangladesh medical university

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় – BMU, যা সাধারণ মানুষের কাছে পিজি হাসপাতাল নামে পরিচিত। এই হাসপাতালের ডেন্টাল বিভাগ বা ডেন্টাল অনুষদ বাংলাদেশের দন্ত চিকিৎসার অন্যতম শীর্ষ পর্যায়ের কেন্দ্র।

নিচে বিএমইউ তথা পিজি হাসপাতালের ডেন্টাল বিভাগের যাবতীয় তথ্য নিয়ে একটি বিস্তারিত বর্ণনা দেওয়া হলো।

BMU তথা পিজি হাসপাতালের ডেন্টাল বিভাগ – চিকিৎসা ও নিয়মাবলি –

ঢাকার শাহবাগে অবস্থিত এই হাসপাতালে দাঁতের আধুনিক, অ্যাডভান্স ও সাশ্রয়ী চিকিৎসার জন্য প্রতিদিন শত শত মানুষ ভিড় করেন। অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক এবং অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে এখানে প্রায় সব ধরণের ডেন্টাল ট্রিটমেন্ট দেওয়া হয়।

১. ডেন্টাল বিভাগ কোথায় অবস্থিত?

বিএমইউ-এর ডেন্টাল বিভাগের কার্যক্রম মূলত আউটডোর ০১ ভবন থেকে পরিচালিত হয়। বহির্বিভাগ ভবন-১ তথা Outdoor Building-1, ডেন্টাল বিভাগ এই ভবনের ৬ষ্ঠ থেকে ১১তম তলা পর্যন্ত বিস্তৃত। ডেন্টাল অনুষদের প্রধান বহির্বিভাগ হলো ৬ষ্ঠ তলায়। এবং বেশ কিছু স্পেশালাইজড ডেন্টাল চিকিৎসা ব্রাঞ্চ আলাদা আলাদা ভাগে, আলাদা ফ্লোরে অবস্থিত।

Dental Department - Outdoor Building 01
Dental Department – BMU

ঢাকার শাহবাগে অবস্থিত BMU হাসপাতালে দাঁতের আধুনিক, অ্যাডভান্স ও সাশ্রয়ী চিকিৎসা দেওয়া হয়। অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক এবং অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে এখানে প্রায় সব ধরণের ডেন্টাল ট্রিটমেন্ট দেওয়া হয়।

২. কী কী চিকিৎসা দেওয়া হয়?

এখানে দাঁতের যাবতীয় সমস্যার সমাধান পাওয়া যায়। প্রধান বিভাগগুলো হলো।

#৬ষ্ঠ তলায় – ডেন্টালের আউটডোর হলো, ৬ তলায়। দাতের প্রাথমিক রোগ নির্ণয় করা হয় এই ৬ তলাতেই। তারপর দাতের রোগের অবস্থা অনুযায়ী রোগীকে পরবর্তী নির্দিষ্ট বিভাগে পাঠানো হয়। নিচে কোন ফ্লোরে দাতের কোন বিভাগ অবস্থিত তা উল্লেখ করা হলো।

#৭ম তলায় – শিশুদের দাতের চিকিৎসা দেওয়া হয় এবং এর পাশাপাশি পেরিওডন্টোলোজি তথা মাড়ির রোগ ব্যাধির চিকিৎসা দেওয়া হয় এই ফ্লোরে। স্কেলিং ও পলিশিং – দাঁত ও মাড়ির গভীর থেকে পাথর পরিষ্কার করা। মুখের দুর্গন্ধ – মাড়ির ইনফেকশনের কারণে হওয়া দীর্ঘমেয়াদী দুর্গন্ধ দূর করা, ইত্যাদি চিকিৎসা।

#৮ম তম ফ্লোরে – আছে কনজারভেটিভ ডেন্টিস্ট্রি – অর্থাৎ দাঁতে গর্ত বা ইনফেকশন হলে দাত তুলে না ফেলে আধুনিক পদ্ধতিতে চিকিৎসা করে দাত টিকিয়ে রাখা কিংবা সংরক্ষণ করাই এই বিভাগের কাজ।

এই বিভাগের প্রধান কাজগুলো হলো – দাঁত ফিলিং, রুট ক্যানেল, ক্ষয়প্রাপ্ত দাঁতের চিকিৎসা, ভাঙা দাঁত মেরামত, কসমেটিক ডেন্টিস্ট্রি।

#৯ম তলায় – প্রস্থডন্টিক এন্ড ইমপ্লান্ট চিকিৎসা – এই বিভাগের প্রধান সেবাগুলো নিচে তুলে ধরা হলো।

  • ১। কৃত্রিম দাঁত বা ক্যাপ প্রতিস্থাপন
  • ২। স্থায়ী ব্রিজ ক্যাপ তৈরি করা
  • ৩। খোলা ও লাগানো যায় এমন দাঁত অর্থাৎ ডেনচার লাগানো।
  • ৪। ডেন্টাল ইমপ্লান্ট

#১০ম তলায় – মুখের সকল ধরনের সার্জারি। মুখের এক্সিডেন্টাল কেইস ম্যানেজমেন্ট করা করা।

#১১তম তলায় – মুখের আঁকাবাঁকা দাত ও উঁচুনিচু দাত সোজা করার চিকিৎসা করা হয়।

Dental Unit - BMU - Orthodontics
Dental Unit – BMU – Orthodontics

৩. চিকিৎসা সেবা পাওয়ার নিয়ম – ধাপে ধাপে-

ক. টিকিট সংগ্রহ – খুব ভোরে সকাল ৭ টা-৭:৩০ সময়। বহির্বিভাগ ভবন-১ এর ডেন্টাল কাউন্টারে গিয়ে লাইন দিয়ে টিকিট কাটতে হয়। প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক টিকিট দেওয়া হয়।

খ. প্রাথমিক স্ক্রিনিং – টিকিট কাটার পর, ডিউটি ডাক্তার বা রেসিডেন্ট ডাক্তাররা দাঁত পরীক্ষা করবেন।

গ. বিভাগীয় রেফার – দাঁতের সমস্যা অনুযায়ী আপনাকে নির্দিষ্ট বিভাগে যেমন- রুট ক্যানেলের জন্য কনজারভেটিভ বিভাগে পাঠানো হবে।

ঘ. অ্যাপয়েন্টমেন্ট –

জটিল চিকিৎসার ক্ষেত্রে সাথে সাথেই কাজ শুরু না-ও হতে পারে। ডাক্তার আপনাকে পরবর্তী কাজের জন্য একটি তারিখ বা সময় লিখে দেবেন।

___________________________

৪. চিকিৎসার আনুমানিক খরচ

বেসরকারি বড় বড় ক্লিনিকের তুলনায় এখানে খরচ অনেকটা কম। চিকিৎসার খরচ রোগীর মুখের অবস্থার উপর নির্ভর করে। ৬ তলায় ডেন্টাল আউটডোরে গিয়ে, আপনার দাত দাতের সমস্যা দেখিয়ে, খরচটা জেনে নিলে ভালো হবে।

৪. চিকিৎসার আনুমানিক খরচ

বেসরকারি বড় বড় ক্লিনিকের তুলনায় এখানে খরচ অনেকটা কম। চিকিৎসার খরচ রোগীর মুখের অবস্থার উপর নির্ভর করে। ৬ তলায় ডেন্টাল আউটডোরে গিয়ে, আপনার দাত দাতের সমস্যা দেখিয়ে, খরচটা জেনে নিলে ভালো হবে।

৫. টাকা পরিশোধের নিয়ম

হাসপাতালের যাবতীয় খরচ ক্যাশ কাউন্টারে জমা দেওয়া যায়। সরাসরি ডাক্তারকে টাকা দেওয়ার কোনো নিয়ম নেই।

৬. গুরুত্বপূর্ণ কিছু নিয়ম –

ধৈর্য – যেহেতু এটি সরকারি বিশেষায়িত হাসপাতাল, তাই এখানে রোগীর ভিড় অনেক বেশি। সিরিয়াল পেতে আপনাকে যথেষ্ট সময় নিয়ে আসতে হবে।

রিপোর্ট – পূর্বের কোনো চিকিৎসার কাগজ বা এক্স-রে থাকলে তা সাথে আনবেন।

ভর্তি – বড় কোনো সার্জারির প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হওয়ার ব্যবস্থাও রয়েছে কবিন বা জেনারেল ওয়ার্ডে।

সাশ্রয়ী মূল্যে এবং বিশেষজ্ঞ ডাক্তারদের অধীনে দাঁতের নিখুঁত চিকিৎসার জন্য বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউ বা পিজি হাসপাতালের ডেন্টাল বিভাগ দেশের সেরা বিকল্প। আপনি যদি উন্নত মানের সেবা চান এবং একটু সময় ব্যয় করতে রাজি থাকেন, তবে এখানে চিকিৎসা নেওয়া আপনার জন্য সবচেয়ে সুবিধাজনক হবে।

তথ্যটি প্রয়োজনীয় মনে হলে আপনার টাইমলাইনে #শেয়ার করে রাখুন অথবা পরিচিত কাউকে মেনশন করুন যারা এই হাসপাতালে চিকিৎসা নিতে আসার পরিকল্পনা করছেন।

সাথেই থাকুন,

সঠিক তথ্য সেবা কেন্দ্র

SOCHIP – BM University Hospital

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *